
প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৫:০৮ এএম
ঈদের সরকারি ছুটি টানা ৯ দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:১৯ পিএম

ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
চাঁদ দেখা সাপেক্ষে ৩০ বা ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। তবে ২৮ মার্চ শুক্রবার এবং শবে কদরের ছুটি থাকায় ওইদিন থেকেই কার্যত ছুটি শুরু হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ এপ্রিল ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা ৪ ও ৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।