
প্রিন্ট: ২৯ জুলাই ২০২৫, ০৯:৩১ এএম
ঈদের আগে আবারও বাড়ছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম

ছবি : সংগৃহীত
ঈদের আগে মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১,৪৭০ টাকা বাড়িয়ে ১,৫৪,৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তটি বুধবার (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১,৫৪,৯৪৫ টাকা (বৃদ্ধি ১,৪৭০ টাকা); ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ১,৪৭,৯০০ টাকা (বৃদ্ধি ১,৪০০ টাকা); ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ১,২৬,৭৭৬ টাকা (বৃদ্ধি ১,২০১ টাকা); সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১,০৪,৪৯৮ টাকা (বৃদ্ধি ১,০২৭ টাকা)।
সোনার দামের পরিবর্তন হলেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে। বর্তমান দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,১১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৫৮৬ টাকা।
এর আগে, ১৬ মার্চ বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল, যা পরদিন থেকে কার্যকর হয়।