
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১০:২৮ এএম
ট্রেনে ঈদযাত্রা : আজ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:৩১ এএম

ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে কেনা যাবে ২৮ মার্চের টিকিট।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। ঈদযাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে এবং টিকিট রিফান্ডের কোনো সুযোগ থাকছে না।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিভিন্ন দিনের টিকিট নির্দিষ্ট তারিখ অনুযায়ী বিক্রি হচ্ছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রির ঘোষণা আসতে পারে। যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, রাজধানী থেকে পশ্চিম ও পূর্বাঞ্চলের মোট ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে। এক ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।