Logo
Logo
×

জাতীয়

জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগে ঢাবির ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম

জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগে ঢাবির ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনকালে হামলায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সোমবার (১৭ মার্চ) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, এবং উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে, তবে তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমে জানান, ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হিসেবে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম দায়িত্ব পেয়েছেন। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তদন্ত কমিটির প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, হামলার সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে ছিল নারী শিক্ষার্থীদের ওপর হামলা, আহত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে যাওয়ার পথে হামলা এবং জরুরি বিভাগে চিকিৎসা চলাকালে তাদের ওপর হামলা করা।

এছাড়া, প্রতিবেদনে অনেক সাবেক শিক্ষার্থীরও হামলায় জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে, এবং তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন