
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১২:১৩ পিএম
নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে নীতিগত অনুমোদন

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৩:৪৪ পিএম

বন ও পরিবেশবিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। ফাইল ছবি
সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীতে নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশবিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় সংশোধনীর সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ১২ মার্চ আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ধর্ষণ মামলার তদন্ত ও বিচার দ্রুত করার লক্ষ্যে সংশোধিত আইনটির খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়া অনুযায়ী, ধর্ষণ মামলার তদন্তের সময়সীমা ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন এবং বিচার কাজ ১৮০ দিনের পরিবর্তে ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রাখা হয়েছে।
এছাড়া, বিচারক প্রয়োজন মনে করলে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে মামলার তদন্ত ও বিচারকাজ পরিচালনার সুযোগ রাখা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।