BETA VERSION বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৩ জুলাই ২০২৫, ০৩:৪৭ পিএম

Swapno

জাতীয়

আজ আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করবে হাইকোর্ট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৯:৫০ এএম

আজ আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করবে হাইকোর্ট

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় ঘোষণা করা হবে আজ, রোববার। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য অন্তর্ভুক্ত রয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মামলাটি আজকের কার্যতালিকায় রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকারসহ আরও কয়েকজন আইনজীবী। অন্যদিকে, আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আজিজুর রহমান দুলু, মাসুদ হাসান চৌধুরী ও শিশির মনির।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকা আবরার ফাহাদকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। মধ্যরাতে হলের সিঁড়ির করিডোর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ফেসবুকে ভারত-বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে, যা দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করে। পরদিন আবরারের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এই মামলায় রায় ঘোষণা করে। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলার তিন আসামি—এহতেশামুল রাব্বি তানিম, মাহমুদুল জিসান ও মুজতবা রাফিদ—শুরু থেকেই পলাতক রয়েছেন। রায়ের পর দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করেন, পাশাপাশি রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য আবেদন করে।

গত অক্টোবর মাসে রাষ্ট্রপক্ষ মামলাটির দ্রুত শুনানির উদ্যোগ নেয়। ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে আজ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবে উচ্চ আদালত।

বুয়েট আবরার ফাহাদ হত্যা মামলা রায় ঘোষণা হাইকোর্ট

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com