
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১০:৪০ এএম
রোহিঙ্গারা দেশে ফিরতে চায়, নিরাপদ প্রত্যাবাসনই সংকট সমাধানের মূল চাবিকাঠি : জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৯:৪৪ পিএম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং সম্মানজনক প্রত্যাবাসনই এই সংকট সমাধানের প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা নিজেদের জন্মভূমি মিয়ানমারে ফিরে যেতে চায়, এবং এই প্রত্যাবাসন বাস্তবায়নই আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত।
শুক্রবার (১৪ মার্চ) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান গুতেরেস। তিনি বলেন,
"আমি মিয়ানমারের সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি— সহিংসতা পরিহার করুন, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলুন এবং রোহিঙ্গাদের নাগরিকত্বসহ মৌলিক অধিকার নিশ্চিত করুন। একমাত্র এই পথই মিয়ানমারে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে পারে।"
জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছ থেকে দুটি গুরুত্বপূর্ণ বার্তা তিনি পেয়েছেন- তারা স্বদেশে ফিরে যেতে চায়, তবে সেটি হতে হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন। এবং ক্যাম্পের পরিস্থিতি উন্নত করা প্রয়োজন, কারণ মানবিক সহায়তার ঘাটতি তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, "অনেক দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। ফলে খাবারের রেশন কেটে দিতে হয়েছে। এটা সত্যিই উদ্বেগজনক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যতটা সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার চেষ্টা করবো, যেন নতুন তহবিল সংগ্রহ করা যায় এবং রোহিঙ্গারা আরও মানবিক পরিস্থিতি পায়।"
গুতেরেস আশঙ্কা প্রকাশ করে বলেন, বিশ্ব ধীরে ধীরে রোহিঙ্গা সংকট ভুলে যাচ্ছে, যা বিপজ্জনক হতে পারে। তিনি বলেন, "আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রোহিঙ্গাদের পাশে থাকা, কারণ তারা নিজেরা কোনো দোষ করেনি। মিয়ানমারে তাদের ফিরিয়ে নিয়ে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে— এটিই সংকটের একমাত্র বাস্তব সমাধান।"