Logo
Logo
×

জাতীয়

ধর্ষণের শিকার শিশুর ৯৭ শতাংশ ছবি ও ভিডিওর লিঙ্ক অপসারণ করেছে বিটিআরসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৫:৩৯ পিএম

ধর্ষণের শিকার শিশুর ৯৭ শতাংশ ছবি ও ভিডিওর লিঙ্ক অপসারণ করেছে বিটিআরসি

ছবি : সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ফেসবুক ও টিকটকে থাকা ৯৭ শতাংশ ছবি ও ভিডিওর লিঙ্ক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অপসারণ কার্যক্রম এখনও চলমান রয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিটিআরসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই শিশুর ছবি ও ভিডিও অপসারণের কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ফেসবুক ও টিকটকে থাকা ২০৩টি লিঙ্ক শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৯৫টি লিঙ্ক ইতোমধ্যে অপসারণ করা হয়েছে, বাকিগুলো মুছে ফেলার প্রক্রিয়া চলছে।

গত রোববার (৯ মার্চ) হাইকোর্ট ধর্ষণের শিকার শিশুটির সব ছবি ও ভিডিও গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেয়। বিটিআরসি কর্তৃপক্ষকে দ্রুত এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

বিটিআরসি জানিয়েছে, অপসারণ কার্যক্রম চলমান রয়েছে এবং নতুন লিঙ্ক শনাক্তের কাজও অব্যাহত রয়েছে। ধর্ষণের ঘটনায় শিশুটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতে সংশ্লিষ্ট সব প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন