Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৫:২৪ পিএম

রাজধানীতে ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দফা দাবিতে স্মারকলিপি দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্ম’-এর সদস্যরা। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে প্লাটফর্মটির সদস্যরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দিলে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় এবং পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার অনুমতি থাকলেও, তারা হঠাৎ করে তার বাসভবনের দিকে রওনা হন। প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে ১৪৪ ধারা জারি থাকায় তাদের থামানো হয় এবং বলা হয় একটি ছোট প্রতিনিধি দল স্মারকলিপি দিতে পারে। কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশের ওপর চড়াও হন, ফলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন "সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা তা রোধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণ করতে হবে।"

তাদের ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য—

  • দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচার
  • সাম্প্রতিক ধর্ষণের ঘটনাসহ সব ধর্ষণকাণ্ডের দ্রুত নিষ্পত্তি
  • কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়নবিরোধী সেল গঠন এবং তা কার্যকর করতে আইন প্রণয়ন
  • ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে সংশ্লিষ্ট আইনসমূহ যৌক্তিকভাবে সংস্কার
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সংঘর্ষের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও বিক্ষোভকারীরা পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা হন, তবে সংঘর্ষের কারণে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন