Logo
Logo
×

জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৫:৫২ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব সম্পদের মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা হিসেবে উল্লেখ করেছে।

রোববার (৯ মার্চ) ঢাকা সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মাহফুজ ইকবাল আদালতে স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরীর নামে ২৯টি দলিলের মাধ্যমে ৯৫৭ বিঘা জমির মালিকানা পাওয়া গেছে। এসব সম্পত্তির মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব সম্পত্তি হস্তান্তর করার চেষ্টা করছেন। এসব সম্পত্তি হস্তান্তর হলে তদন্ত এবং মামলা প্রক্রিয়া ব্যাহত হবে, তাই সম্পত্তিগুলি মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় জব্দ করা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এদিকে, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের ৭ সদস্যের একটি টাস্কফোর্স টিম কাজ করছে। এর আগে, গত বছরের ১৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমি জব্দের আদেশ দেন।

এই তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এর আগেও সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন