Logo
Logo
×

জাতীয়

দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনে নির্বাচন : প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১২:০৩ এএম

দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনে নির্বাচন : প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো যদি কমসংখ্যক সংস্কারের বিষয়ে একমত হয়, তাহলে নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে। তবে বৃহত্তর সংস্কারের দাবি উঠলে আগামী বছরের জুনের মধ্যে ভোট আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) মার্কিন মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডম-এর সভাপতি উইলিয়াম বি. মিলাম এবং সাবেক কূটনীতিক জন দানিলোভিচের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা জানান, ছয়টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। এরপর দলগুলো জুলাই চার্টারে স্বাক্ষর করবে, যা ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। অন্তর্বর্তী সরকার চার্টারের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে, বাকিগুলো পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে।

বৈঠকে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক, রোহিঙ্গা সংকট, শরণার্থী সহায়তা কমে যাওয়ার প্রভাব, পূর্ববর্তী শাসনামলে লুট হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা, সার্ককে সক্রিয় করা এবং নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়।

এ সময় দুই সাবেক কূটনীতিক রাইট টু ফ্রিডম-এর কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন।

নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম বি. মিলাম বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশে বড় ধরনের সংস্কারের সুযোগ তৈরি করেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে।

সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত জন দানিলোভিচ বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় বাংলাদেশকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন