Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বড় সুযোগ দেখছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বড় সুযোগ দেখছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টার সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও ড্যানিলোউইজ

বাংলাদেশে সংস্কার উদ্যোগের প্রশংসা করে সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার বড় সুযোগ তৈরি করেছে।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত জন ড্যানিলোউইজ ভুয়া খবর ও মিথ্যা তথ্যের হুমকি মোকাবিলায় বাংলাদেশের ইতিবাচক অবস্থান ও আন্তরিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইট টু ফ্রিডম’-এর প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালক মিলাম ও ড্যানিলোউইজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার পরিকল্পনা তুলে ধরেন এবং ছয়টি কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস জানান, রাজনৈতিক দলগুলো সংলাপ শেষে ‘জুলাই সনদে’ সই করবে, যা সংস্কারের পথনির্দেশনা দেবে।

এছাড়া, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, রোহিঙ্গা সংকট, মিয়ানমারের শরণার্থীদের সহায়তা হ্রাসের প্রভাব, দুর্নীতির অর্থ পুনরুদ্ধার, সার্ক পুনরুজ্জীবিতকরণ ও আসন্ন নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলো কম সংস্কারে রাজি হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন