শ্রম আইন সংস্কার করে বিশ্বমানের করার নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৬:৫৪ পিএম

আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনকে সামনে রেখে বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ছবি: পিআইডি
দেশের শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রম আইন সংস্কার করে বিশ্বমানের করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।
বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনকে সামনে রেখে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, এখানে কোনো অজুহাতের জায়গা নেই।” তিনি শ্রমিকদের বীমা কভারেজ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন।
আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন সচিব এ এইচ এম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলওর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টুমো পৌটিয়ানেন। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।