ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা, সংকট মোকাবিলায় ইইউর সহায়তা : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৫:৫৩ পিএম

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার হাজদা লাহবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার কাজ করছে। সম্ভাব্য ভোট ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজদা লাহবিবের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বৈঠকে ইইউ কমিশনার জানান, রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের রাখাইন রাজ্যে আটকে পড়া মানুষের সহায়তায় ইইউ ৬৮ মিলিয়ন ইউরো অনুদান দেবে।
তিনি আরও বলেন, মানবিক সহায়তার জন্য এটি প্রয়োজনীয় হলেও সংকটের সম্পূর্ণ সমাধানে যথেষ্ট নয়।
অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী প্রকৃতি তুলে ধরে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা, যার দ্রুত সমাধান নেই।
বৈঠকে জলবিদ্যুৎ আমদানি, জলবায়ু পরিবর্তন, বন্যা ব্যবস্থাপনা ও অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইইউর সমর্থন চান, যা নবায়নযোগ্য জ্বালানির দিকে দেশের অগ্রগতি বাড়াবে।
ইইউ কমিশনার দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আশ্বাস দেন এবং বলেন, ইইউ বাংলাদেশের পাশে থাকবে।
এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং পরিবর্তন আনতে যেকোনো প্রতিরোধ মোকাবিলার গুরুত্ব তুলে ধরেন।