Logo
Logo
×

জাতীয়

নাগরিকদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না : প্রেস সচিব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম

নাগরিকদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার সময় এসেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা কলেজ সাংবাদিক সমিতির আয়োজিত দুইদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।

প্রেস সচিব বলেন, জুলাই-আগস্টে সব কাজ শেষ হয়নি। এখন আলোচনা, বিতর্ক ও বিশ্লেষণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

শফিকুল আলম আরও উল্লেখ করেন যে স্বৈরাচারের দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখার চেষ্টা করছে।

সিটিজেন জার্নালিজমের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের একটি বড় অংশ এখন সিটিজেন জার্নালিজমের চর্চা করছে। তবে অনেকে অজ্ঞতার কারণে ভুল তথ্য প্রচার করে ফেলেন। প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ভুল প্রতিরোধ সম্ভব।

জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের অসামান্য ভূমিকার কথা স্মরণ করে শফিকুল আলম বলেন, আন্দোলনের সময় প্রতিটি জায়গায় নারীদের সরব উপস্থিতি ছিল। শেখ হাসিনাকে বিতাড়িত করতে নারীদের ভূমিকা অনেক। তারা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন।

স্বৈরাচারবিরোধী লড়াইয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে দেওয়ার অপচেষ্টা রুখে দিতে হবে, যেন কেউ নাগরিকদের অধিকার কেড়ে নিতে না পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন