Logo
Logo
×

জাতীয়

তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম!

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭ এএম

তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম!

মাহফুজ আলম

নতুন রাজনৈতিক দলের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার পদত্যাগের পর এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসবেন, তা নিয়ে আলোচনায় রয়েছে তিনটি নাম—মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সরকারি সূত্র বলছে, এই তালিকায় মাহফুজ আলমই সবচেয়ে এগিয়ে আছেন। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে তথ্য উপদেষ্টা পদে তার নিয়োগের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রেস সেক্রেটারি শফিকুল আলম এই পদে আগ্রহী নন, আর মনির হায়দারকে অন্য একটি বিশেষ দায়িত্বে রাখা হয়েছে।

নাহিদের পদত্যাগের ফলে তথ্য ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব আপাতত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই দেখভাল করবেন। তবে শিগগিরই উপদেষ্টা পরিষদে দপ্তর পুনর্বণ্টন হতে পারে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন