Logo
Logo
×

জাতীয়

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এই দুঃখপ্রকাশ করা হয়।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, "আবদুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার সাহসী অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। ষাটের দশকের শুরু থেকে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের কল্যাণে কাজ করেছেন।"

তিনি আরও বলেন, আবদুল্লাহ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম শীর্ষ নেতা ছিলেন। চট্টগ্রাম-৯ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের মৎস্য ও খাদ্যমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি চট্টগ্রামের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।

প্রধান উপদেষ্টা প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন