Logo
Logo
×

জাতীয়

সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান জাতীয় নাগরিক কমিটির

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৬ এএম

সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান জাতীয় নাগরিক কমিটির

ছবি : সংগৃহীত

সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটি (জানাক)। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সভায় শতাধিক সাবেক সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় জানাকের মুখ্য সংগঠক সারজিস আলম সাবেক সেনা সদস্যদের দেশসেবার নতুন পথে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ভোটের রাজনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশকে নতুন নেতৃত্ব দিতে পারে। এই নতুন দলে পরিবারতন্ত্রের স্থান থাকবে না, যোগ্যদের নেতৃত্বে আসতে দেওয়া হবে। পাশাপাশি, তিনি আহ্বান জানান স্থানীয় পর্যায়ে নতুন রাজনৈতিক ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য, যেখানে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, জনগণের স্বার্থই হবে মূল লক্ষ্য। ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দালালদের ষড়যন্ত্র সফল হবে না যদি সবাই একসঙ্গে থাকে।

জানাকের আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী জানান, চলতি মাসের মধ্যেই দল ঘোষণা করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করা হবে। তিনি বলেন, গণহত্যার বিচার নিশ্চিত করতে গণতান্ত্রিক পথ বেছে নেওয়া জরুরি। বুলেটের পর এবার ব্যালেটের বিপ্লব ঘটাতে হবে। পুরনো রাজনৈতিক ধারা বদলাতে হবে, কারণ তরুণরা দুর্নীতিগ্রস্ত নয় এবং তাদের দমানোর কোনো সুযোগ নেই।

জানাকের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যারা ধরে নিয়েছে ক্ষমতায় আসবেই, তারা দিবাস্বপ্ন দেখছে। শ্রীলঙ্কার উদাহরণ টেনে তিনি বলেন, বড় দলগুলোকে পাশ কাটিয়ে নতুন রাজনৈতিক শক্তি রাষ্ট্রক্ষমতায় যেতে পারে। নতুন ধারার রাজনীতির মাধ্যমে জনগণের স্বার্থেই পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন