Logo
Logo
×

জাতীয়

আমরা এখন অতীতের চেয়ে বেশি শক্তিশালী : প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম

আমরা এখন অতীতের চেয়ে বেশি শক্তিশালী : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন অতীতের যেকোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায়। তারা প্রস্তুত, ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত।

তিনি আরও বলেন, তারা ঘুণে ধরা, আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়, যেখানে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। মানুষের স্বপ্নের বাস্তবায়ন ও জীবনযাত্রার উন্নতির লক্ষ্যে কাজ করা হবে, যাতে পৃথিবী ও তার বসবাসরত সকল প্রাণীর সুস্বাস্থ্য বজায় থাকে।

ড. ইউনূস বলেন, আজ এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপনের স্মরণীয় দিনে আমরা তরুণদের এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক এই কামনা করছি।

তিনি দেশের বরেণ্য ব্যক্তিত্বদের একুশে পদক প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথপ্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

ড. ইউনূস বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে। আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। এটি আমাদের স্বাধিকার চেতনার প্রাণপ্রবাহ। ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্রসমাজ নিজেদের জীবন দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল।

অবশেষে তিনি দেশের ভবিষ্যৎ রচনায় পথ দেখানো ব্যক্তিত্বদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের আবারও অভিনন্দন জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন