Logo
Logo
×

জাতীয়

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান লিটুর বিরুদ্ধে দুদকের চার্জশিট

স্ত্রী মহুয়ার বিরুদ্ধে দুদকের মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১০:৩০ পিএম

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান লিটুর বিরুদ্ধে দুদকের চার্জশিট

বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। ছবি : সংগৃহীত

প্রায় ৯০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বৃহস্পতিবার আদালতে দুদকর তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো কামরুজ্জামান চার্জশিট দাখিল করেন। একই দিন আবুল খায়েরের স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। কমিশনের উপ-পরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ গত বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়গুলি নিশ্চিত করেন। 

তিনি জানান, আবুল খায়ের লিটুর দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কমিশনের তদন্তে ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ এপ্রিল দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। মামলাটির তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন কমিশনের উপপরিচালক কামরুজ্জামান। আসামি আবুল খায়ের লিটুর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘ অনুসন্ধান শেষে আবুল খায়ের লিটুর স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজহার থেকে জানা গেছে, মহুয়া খায়ের কর্তৃক দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৭৪৮ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দিয়েছেন। সম্পদ বিবরণী যাচাইকালে তার নামে ৬ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এক্ষেত্রে তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৭ হাজার ৮৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন।

এছাড়া পারিবারিক ব্যয়সহ অন্যান্য খরচ বাদ দিয়ে তার বিরুদ্ধে ২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে। আসামি মহুয়া খায়েরের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন