Logo
Logo
×

জাতীয়

নাইকো দুর্নীতি মামলা

খালেদা জিয়াসহ সকল আসামি খালাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

খালেদা জিয়াসহ সকল আসামি খালাস

ছবি : সংগৃহীত

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল আসামিকে খালাস দিয়েছেন আদালত।  

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন।  

এর আগে ১৩ ফেব্রুয়ারি আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়। শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া বিদেশে চিকিৎসাধীন থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।  

দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হলে তারা আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাসের আবেদন করেন।  

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মোট ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।  

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে।  

২০১৮ সালের ৫ মে মামলাটিতে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। অভিযুক্তদের মধ্যে তিনজন মারা গেছেন।  

এ মামলার অন্য আসামিরা হলেন— তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।  

এদের মধ্যে কাশেম শরীফ, মীর ময়নুল হক ও কামাল উদ্দিন পলাতক রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন