Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাম্প্রতিক রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন। তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে, যা অত্যন্ত গুরুতর অপরাধ। জাতিসংঘের রিপোর্ট ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনের পর আন্তর্জাতিক মহলে চাপ তৈরি হয়েছে। এর একটি উদাহরণ হিসেবে ইন্ডিয়া টুডের জরিপের কথা উল্লেখ করেন তিনি, যেখানে ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানান শফিকুল আলম।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। তবে সরকার দৃঢ়ভাবে বলছে, যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত, গুম-খুন ও দুর্নীতির অপরাধে লিপ্ত, তাদের সবার বিচার হবে। এরপর দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক দুবাই সফর প্রসঙ্গে শফিকুল আলম জানান, দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ড. ইউনূস সেখানে ৫-৬ জন মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং বাংলাদেশি শ্রমিকরা আবারও দুবাইয়ে কাজের সুযোগ পাবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন