Logo
Logo
×

জাতীয়

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: আসিফ মাহমুদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনে সাংবাদিকদের সাথে কথা বলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। যদিও এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐকমত্য কমিশন। আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, তার শাস্তি নিশ্চিত হওয়া জরুরি। যারা ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিলেন না, তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটিকে সমূলে বিনষ্ট করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না। সব স্তর থেকে দুর্নীতি কমাতে হবে এবং এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন, নৌপথের নিরাপত্তা বৃদ্ধিতে নৌ-পুলিশ বাড়ানো এবং গাজীপুর মেট্রোপলিটন এলাকায় শিল্প পুলিশের জনবল বৃদ্ধির প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করা হচ্ছে। যতদিন ডেভিল থাকবে, ততদিন অভিযান চলবে। পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়া এবং এসপি ও ওসিদের এসিআর লেখার প্রস্তাব বিষয়ে আলোচনা হয়নি।

আমি আপনার জন্য আর কী করতে পারি?

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন