Logo
Logo
×

জাতীয়

রমজানে ৫০ লাখ পরিবার ৩০ টাকা কেজিতে চাল পাবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

রমজানে ৫০ লাখ পরিবার ৩০ টাকা কেজিতে চাল পাবে

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার রমজান মাসে সুলভ মূল্যে চাল বিতরণের একটি কর্মসূচি গ্রহণ করেছে বলে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন। এই কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল বিতরণ করা হবে। তিনি জানান, এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এ কথা জানান তিনি। মজুমদার বলেন, রমজান মাসকে সামনে রেখে মার্চ এবং এপ্রিল মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল বিতরণ করা হবে। চাল বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে তত্ত্বাবধান করবেন। এই কর্মসূচির আওতায় ঢাকায় ১১৭টি পয়েন্টে ৭০টি ট্রাকে চাল বিক্রি করা হবে।

আলী ইমাম মজুমদার আরও বলেন, প্রশাসনের মাধ্যমে ইতিবাচক নির্বাচন সম্পন্ন হয়েছে, তবে একই সাথে প্রশাসনের মাধ্যমেই খারাপ নির্বাচনও হয়েছে। প্রশাসন যেভাবে ব্যবহার করা হয়, তারা সেভাবেই কাজ করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও প্রশাসনের মাধ্যমে ভালো নির্বাচন সম্পন্ন হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন