Logo
Logo
×

জাতীয়

গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন সংগ্রামের আহ্বান মির্জা ফখরুলের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম

গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন সংগ্রামের আহ্বান মির্জা ফখরুলের

ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে নির্বাচনই একমাত্র পথ। নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। এ লক্ষ্যে নতুন করে আরেকটি সংগ্রাম শুরু করতে হবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "আমরা এক ভয়ংকর সময় পার করে এসেছি। গত ১৫ বছর একটি পাথর আমাদের বুকের ওপর চেপে ছিল, যা দেশের প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো ধ্বংস করেছে।"

তিনি আরও বলেন, দেশের তরুণরা ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতিসহ প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে, যেন একটি নতুন বাংলাদেশ দেখতে পাই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন