Logo
Logo
×

জাতীয়

নাসা গ্রুপের চেয়ারম্যানের ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম

নাসা গ্রুপের চেয়ারম্যানের ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ

ছবি : সংগৃহীত

৭৮১ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ মামলা দায়ের করা হয়।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি আদালত নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরীন ইসলাম, মেয়ে আনিকা ইসলাম, ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ ৫২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।

এর পাশাপাশি, গত ১ জানুয়ারি নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তার বিরুদ্ধে ব্যাংক থেকে চাঁদা তোলাসহ বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের মাধ্যমে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো এবং নীতি পরিবর্তনে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন