
প্রিন্ট: ০৪ জুলাই ২০২৫, ১২:৫৫ এএম
দেশি-বিদেশি গণমাধ্যমকে নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম

ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে দেশি-বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে তিনি সেখানে যান।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, দেশি-বিদেশি গণমাধ্যমসহ ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে যাবেন।
অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকারের শাসনামলে ২০০৯ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৬০৫ জনকে গোপনে বন্দি রাখা হয়েছিল। এছাড়া, ২০১৪ থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত ৩৪৪ জন গুমের শিকার হন, যাদের মধ্যে ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং ৬৬ জনকে সরকারি হেফাজতে পাওয়া যায়।
গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক। ধারণা করা হয়, আয়নাঘরেই তাদের বন্দি রাখা হয়েছিল। এই আয়নাঘরে আটক থাকার অভিযোগ রয়েছে অধ্যাপক মোবাশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা ও মীর আহমদ বিন কাসেমসহ আরও অনেকের বিরুদ্ধে।
প্রসঙ্গত, বিভিন্ন শ্রেণির মানুষকে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে জোরপূর্বক তুলে নিয়ে বিশেষ স্থানে আটকে রাখার অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজ এক প্রতিবেদনে এই স্থানগুলোর কথা প্রকাশ করলে ‘আয়নাঘর’ নামে আলোচনায় আসে এসব বন্দিশালা।
শেখ হাসিনা সরকারের পতনের পর গুম হওয়া ব্যক্তিদের অনেকে ফিরে এসে আয়নাঘরের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, সেখানে বন্দিদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো।
ড. ইউনূসের এই পরিদর্শনকে কেন্দ্র করে আয়নাঘর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।