Logo
Logo
×

জাতীয়

গণহত্যার বিচার না করা হলে জাতির সাথে বেঈমানি করা হবে: জামায়াত আমির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

গণহত্যার বিচার না করা হলে জাতির সাথে বেঈমানি করা হবে: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণহত্যার বিচার না হলে জাতির সাথে বেঈমানি করা হবে। জনগণ এই হত্যার বিচারের আগে নির্বাচন চায় না। শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারে দলটির কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন।

জামায়াত আমীর জানান, দেশে সকলে নিজেদের আদর্শ নিয়ে রাজনীতি করবে। তবে রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা ও দুর্নীতির কোনো সম্পর্ক নেই। জামায়াত ক্ষমতায় আসার সুযোগ পেলে প্রথমে বৈষম্য দূরীকরণের পদক্ষেপ নেবে। তিনি জনগণকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য ভোট দিতে আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিগত সরকার সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুর নামে সমাজে বৈষম্য সৃষ্টি করেছিল এবং পক্ষ-বিপক্ষের শক্তিতে বিভক্ত করে যুদ্ধ বাধিয়েছিল। তাই এখন আমাদের সতর্ক থাকতে হবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে বেনজীর আহমেদ এখন বিদেশ থেকে ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য পুলিশের প্রতি আহ্বানও জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন