Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনার বক্তব্য বন্ধে ভারতকে বারবার অনুরোধ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

শেখ হাসিনার বক্তব্য বন্ধে ভারতকে বারবার অনুরোধ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পলাতক শেখ হাসিনাকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লির পদক্ষেপের ওপর নজর রাখছে ঢাকা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "ভারতে বসে শেখ হাসিনার একের পর এক বিবৃতি দেওয়ার কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। আমরা জানতাম, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচকভাবে আসবে। তাই এর পুনরাবৃত্তি রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।"

তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছিল। এ সময় ঢাকার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও দেওয়া হয়।

এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করে তৌহিদ হোসেন বলেন, "বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বোচ্চ কূটনৈতিক সুবিধা নিতে চায়। তাই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।"

ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, "চুক্তিতে বাংলাদেশের স্বার্থ পুরোপুরি সুরক্ষিত হয়নি। বিষয়টি সরকার পর্যালোচনা করছে।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন