ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩১ এএম

ছবি : সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর আগে বাড়িটিতে জড়ো হয়ে ভাঙচুর করে আগুন দেয়া হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বাড়িটির সামনে আনা হয় বুলডোজার এবং রাত সোয়া ১১টার দিক থেকে বাড়িটি ভাঙা শুরু হয়।
এর আগে, ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন।
সরেজমিন দেখা যায়, রাত ৮টা ৫ মিনিটে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ভেতরে ঢুকে যায় এবং ভাঙচুর শুরু করে। বাড়ির ভেতরে অন্তত ১০০-১৫০ মানুষ ঢুকে রড-হাতুড়ি দিয়ে ভাঙচুর করে। এ সময় বাইরে প্রায় ৫০০-৭০০ লোক ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন।
এদিন রাত ৮টার সময় গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজ হাতেই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর মোড়ালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে।