নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

ছবি : সংগৃহীত
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এর সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে।
অভিযোগে বলা হয়েছে, আইনস্বীকৃত মুদ্রা সংরক্ষণের শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত ৬৪৫ কোটি টাকা ইস্যু করা হয়, যা আর্থিক অনিয়মের শামিল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ আমীর খসরু বাদী হয়ে মতিঝিল থানায় এ মামলাটি দায়ের করেন। পরদিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেন।
২০২৩ সালের ২১-২৫ এপ্রিল, বাংলাদেশ ব্যাংক নগদ-এর কার্যক্রম পরিদর্শন করে।
পরিদর্শনে দেখা যায়, নগদ লিমিটেড বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে ইস্যুকৃত ই-মানির বিপরীতে রিয়েল মানির ১০১ কোটি টাকার ঘাটতি রেখেছে।
এরপর, ২০২৩ সালের ২১ আগস্ট, ডাক বিভাগের সম্মতিতে বাংলাদেশ ব্যাংক 'নগদ'-এ প্রশাসক দল নিয়োগ করে। বর্তমানে এই প্রশাসক দল ডাক বিভাগের এমএফএস 'নগদ'-এর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।
প্রশাসক দল দায়িত্ব নেওয়ার পর ৬৪৫ কোটি টাকার ই-মানি ঘাটতিসহ আরও বেশ কিছু গুরুতর আর্থিক অনিয়মের তথ্য উঠে আসে। এর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মামলাটি দায়ের করে।