Logo
Logo
×

জাতীয়

ভোটার হালনাগাদ

নতুন যুক্ত হচ্ছে ৩৭ লাখ, বাদ যাচ্ছে ১০ লাখ ভোটার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৯ পিএম

নতুন যুক্ত হচ্ছে ৩৭ লাখ, বাদ যাচ্ছে ১০ লাখ ভোটার

ফাইল ছবি

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) সফলভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) তথ্য সংগ্রহের কাজ শেষ হয়। যেখানে মোট ৪৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এই হালনাগাদ প্রক্রিয়ায় ১০ লাখ ৩৯ হাজার ২২০ জন মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং ৩৭ লাখ ৪৫ হাজার ৭৮৪ জন নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহ শেষ হওয়ার পর ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে ছবি তোলা, আঙুলের ছাপ এবং চোখের আইরিশ স্ক্যানিং।

ছবিযুক্ত ভোটার তালিকা চালুর পর, এটি সপ্তমবারের মতো হালনাগাদ কার্যক্রম। এর আগে ছয়বার হালনাগাদ করা হয়েছে। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে ইসি।

নতুন ভোটারদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি

জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি

নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (যেমন: পিতা-মাতা, ভাই-বোন)

এসএসসি/দাখিল/সমমান বা অষ্টম শ্রেণি পাসের সনদের কপি (প্রযোজ্য হলে)

বিদ্যুৎ, গ্যাস, পানি বা চৌকিদারি রশিদের ফটোকপি

ভোটার নিবন্ধনের সতর্কতা

নাম, পিতা-মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই নথির সঙ্গে মিলিয়ে লিখতে হবে।

সঠিক জন্ম তারিখ নিশ্চিত করতে হবে।

ভোটারের স্থায়ী ঠিকানা সঠিকভাবে প্রদান করতে হবে।

একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন