Logo
Logo
×

জাতীয়

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে চলমান আন্দোলনে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "এই আন্দোলনের কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে, এমনকি সরকারও নাভিশ্বাস অবস্থায় রয়েছে।"

সোমবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে এবং এতে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠছে। তাদের এই দাবির পেছনে কারা জড়িত, সেটাও আপনারা (সাংবাদিকরা) জানেন, তবে প্রকাশ করছেন না।"

প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ নানা কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি জানিয়ে আসছেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করে সম্ভাব্যতা যাচাই করছে।

তবে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না পেয়ে গত ২৯ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা আমরণ অনশনসহ নতুন কর্মসূচির ঘোষণা দেন। আজ (৩ ফেব্রুয়ারি) ছয় দিন ধরে তাদের অনশন কর্মসূচি চলছে।

এদিকে, সোমবার মহাখালী এলাকায় শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেললাইন অবরোধের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন