Logo
Logo
×

জাতীয়

দেশে অবৈধ অভিবাসীদের জন্য টাস্কফোর্স গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম

দেশে অবৈধ অভিবাসীদের জন্য টাস্কফোর্স গঠন

ফাইল ছবি

দেশে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে সরকার ১১ সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এই টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (নিরাপত্তা ও বহিরাগমন)। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিবকে (বহিরাগমন-২ অধিশাখা) সদস্যসচিব করা হয়েছে।

টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার), জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (রাজনৈতিক-১ অধিশাখা), স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক (অপারেশন উইং), প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড লিয়াজোঁ ব্যুরো)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত এই কমিটি দেশে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সকল কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে। পাশাপাশি, কমিটি এ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান এবং প্রয়োজনবোধে সুপারিশ প্রণয়ন করবে।

এছাড়া, টাস্কফোর্স প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে পারবে এবং প্রয়োজন হলে কো-অপ্ট করার ক্ষমতা রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন