Logo
Logo
×

জাতীয়

নতুন দল গঠন ও পদত্যাগ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:০১ পিএম

নতুন দল গঠন ও পদত্যাগ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি : নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ফাইল ছবি

নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশের একটি জাতীয় দৈনিকের খবরে দাবি করা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করছেন, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সদস্যসচিব হতে যাচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়, নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করতে পারেন।

তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘পত্রিকার প্রতিবেদনে সূত্র পরিষ্কার করা হয়নি। এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। যদি হয়, আমরা নিজেরাই আনুষ্ঠানিকভাবে জানাব।’

তিনি আরও বলেন, ‘যদি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার মতো পরিস্থিতি আসে বা সরকার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমরা তা প্রকাশ্যে জানাব। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।’

আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের সাধারণ ক্ষমার সুযোগ থাকতে পারে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন