Logo
Logo
×

জাতীয়

মেয়েদের ফুটবল ম্যাচে বাধা, ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:২২ পিএম

মেয়েদের ফুটবল ম্যাচে বাধা, ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার

সাম্প্রতিক সময়ে নারীদের বিভিন্ন বিনোদনমূলক ও ক্রীড়া কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে নারী ফুটবল ম্যাচে বাধা প্রদানের ঘটনায় নিন্দা জানিয়ে সরকার সবার জন্য সমান নাগরিক অধিকার নিশ্চিতের ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতো সমান অধিকার ভোগ করেন। কারও বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ বা বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সরকার ইতোমধ্যে দিনাজপুর ও জয়পুরহাটের স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় শুরু করতে নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসকরা জানিয়েছেন, এসব জেলায় নারী ফুটবল, ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতার সফল আয়োজন হয়েছে এবং ব্যাপক জনসমর্থন পেয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সাম্প্রতিক যুব উৎসবে দেশের শত শত উপজেলায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজার হাজার মেয়ে অংশ নিয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নারী অধিকারের একজন শক্তিশালী সমর্থক উল্লেখ করে বলা হয়, তিনি ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছেন এবং বাংলাদেশে নারী ফুটবলের অবকাঠামো উন্নয়নের জন্য তার সহায়তা চেয়েছেন।

সরকারের এ দৃঢ় অবস্থানের ফলে আশা করা যাচ্ছে, নারীদের ক্রীড়া ও বিনোদনমূলক কর্মকাণ্ডে আর কোনো ধরনের বাধা আসবে না এবং তাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন