Logo
Logo
×

জাতীয়

পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’ খুঁজে পায়নি দুদক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’ খুঁজে পায়নি দুদক

সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ‘সূচনা ফাউন্ডেশন’-এর ঠিকানায় অভিযান পরিচালনা করতে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে দুদক প্রথমে জানিয়েছিল যে, সূচনা ফাউন্ডেশন রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এবং সেখানে অভিযান চালানো হবে। তবে পরে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, নির্ধারিত ঠিকানায় প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

সায়মা ওয়াজেদ বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। গত ২৬ জানুয়ারি দুদক জানায়, ডব্লিউএইচওতে তার মনোনয়নের সময় তিনি কানাডার নাগরিক ছিলেন এবং তার দেওয়া তথ্য যথাযথ ছিল না। এ ছাড়া, তার বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।

দুদক আরও জানিয়েছে, সূচনা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে সায়মা বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে উপঢৌকন ও অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগ রয়েছে যে, জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে তিনি সূচনা ফাউন্ডেশনকে করমুক্ত সুবিধা পাইয়ে দেন।

গত ২৪ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিত (জব্দ) করার নির্দেশ দেয়।

এ ছাড়া গত ১২ জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ ১৬ জনের বিরুদ্ধে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করে দুদক।

একই ধরনের অভিযোগে, রাজউক থেকে প্লট গ্রহণের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গত ১৪ জানুয়ারি পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন