Logo
Logo
×

জাতীয়

সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন ইস্যুতে বিজিবি-বিএসএফ বৈঠক শিগগিরই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০২:১৬ পিএম

সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন ইস্যুতে বিজিবি-বিএসএফ বৈঠক শিগগিরই

ফাইল ফটো

নয়াদিল্লিতে আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সীমান্ত সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত-বাংলাদেশ সম্পর্কে আস্থা পুনরুদ্ধার করাই বৈঠকের মূল লক্ষ্য।” পাশাপাশি সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, আন্তর্জাতিক নিয়ম মেনে ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া বা নির্মাণকাজ পরিচালনা, ভারতের গণমাধ্যমে বাংলাদেশবিষয়ক মিথ্যা সংবাদ বন্ধের বিষয়ে আলোচনা হবে।

তিনি আরও জানান, ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে। অভিন্ন নদীর পানি প্রত্যাহার ও ফেনী অঞ্চলে ভারত থেকে আসা বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রস্তাব উত্থাপন করা হবে।

উল্লেখ্য, বিজিবি-বিএসএফ বৈঠকটি বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন