Logo
Logo
×

জাতীয়

র‌্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম

র‌্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ

ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশিত ‘আফটার দ্য মুনসুন রেভুলেশন: আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে র‌্যাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সব সরকারই এই বাহিনীকে দায়মুক্তির সাথে কাজ করার অনুমতি দিয়েছে, যা র‌্যাবকে একটি অভ্যন্তরীণ ডেথ স্কোয়াডের মতো কাজ করতে অনুপ্রাণিত করেছে। র‌্যাব বিলুপ্তির শর্ত হিসেবে বলা হয়েছে, র‌্যাবের সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে মানবাধিকার প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা অন্য ইউনিটে গিয়ে একই অপকর্মের চর্চা করতে না পারেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে কাঠামোগত সংস্কার না করা হলে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত সব অর্জন বৃথা যেতে পারে। নিরাপত্তা বাহিনীগুলো পতিত সরকারের আমলে সাধারণ মানুষকে যেভাবে অকারণে হয়রানি করতো, এখনো তাতে খুব একটা পরিবর্তন আসেনি। সেই বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা বিদ্যমান আপৎকালীন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য, ২০০৪ সালে র‌্যাব গঠন করা হয়েছিল। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাবের সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন সরকার। এরপর হাসিনা সরকারের পতনের পর গত বছরের ১৪ ডিসেম্বর গুমসংক্রান্ত তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে র‌্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন