BETA VERSION রবিবার, ০৬ জুলাই ২০২৫
Logo
ইউনিকোড কনভার্টার
Logo
  • হোম
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • প্রবাস
  • চাকরি

সব বিভাগ ভিডিও আর্কাইভ ইউনিকোড কনভার্টার
Logo

প্রিন্ট: ০৬ জুলাই ২০২৫, ১০:২৬ এএম

Swapno

জাতীয়

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি

ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৭ পিএম

ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

ছবি : সংগৃহীত

সারাদেশে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বেশিরভাগ মানুষ জানেন না কেন ট্রেন বন্ধ রয়েছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এমন চিত্র দেখা গেছে।

অনেক যাত্রী সকাল থেকে গন্তব্যে পৌঁছানোর আশায় স্টেশনে অবস্থান করছেন। অনেকেই আগে থেকেই টিকিট সংগ্রহ করলেও ট্রেন না ছাড়ায় প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। 

যাত্রী সুমাইয়া বলেন, “সকাল থেকে স্টেশনে আছি। এসে দেখি ট্রেন ছাড়ছে না। কখন ছাড়বে তাও কেউ জানে না। জরুরি কাজে বাড়ি যাওয়া দরকার ছিল। এখন কী করব বুঝতে পারছি না।”

আরেক যাত্রী শ্রাবন জানান, “টিকিট আগে থেকেই কেটেছিলাম। কিন্তু স্টেশনে এসে শুনলাম কর্মচারীদের কর্মবিরতি চলছে। এখন ভোগান্তির মধ্যে পড়েছি। ট্রেন কবে ছাড়বে, সেটাও কেউ জানাতে পারছে না।”

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন কমলাপুর থেকে ৪০ জোড়া আন্তঃনগর এবং ২৪ জোড়া মেইল ট্রেন ছাড়ে। তবে রানিং স্টাফদের কর্মবিরতি চলমান থাকলে এসব ট্রেনের কোনোটি চলাচল করবে না। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলছে না। কর্মসূচি প্রত্যাহার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে, তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

রেলওয়ে জানিয়েছে, বাতিল হওয়া ট্রেনের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া এবং ময়মনসিংহগামী যাত্রীরা রেলের টিকিট ব্যবহার করে বাসে যাতায়াত করতে পারবেন। 

রানিং স্টাফরা তাদের বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি পালন করছেন। তাদের এই কর্মসূচি প্রত্যাহার না হলে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে রেলওয়ে।

ট্রেন চলাচল রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের দুর্ভোগ বাংলাদেশ রেলওয়ে

এ সম্পর্কিত আরো খবর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

আরো পড়ুন

Logo

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

আমাদের কথা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা

অনুসরণ করুন

২০২৫ যুগের চিন্তা ২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

ঠিকানা: ২১/বি (৫ম তলা), গার্ডেন রোড, পশ্চিম তেজতুরীবাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ | যোগাযোগ: +৮৮০১৩৩৯৪০৯৮৩৯, +৮৮০১৩৩৯৪০৯৮৪০ | ই-মেইল: jugerchinta24@gmail.com