Logo
Logo
×

জাতীয়

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বিষয়ে সিদ্ধান্ত হয়নি : অর্থ উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বিষয়ে সিদ্ধান্ত হয়নি : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, "মহার্ঘ ভাতার বিষয়ে এখন আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব এলে এরপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"

সাম্প্রতিক সময়ে মহার্ঘ ভাতার ঘোষণা প্রসঙ্গে তিনি আরও বলেন, "মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা কারা দিয়েছে আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব এলে তারপরে সিদ্ধান্ত হবে।"

মহার্ঘ ভাতা নিয়ে প্রস্তাবনা 

অর্থ বিভাগের খসড়া প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছিল যে, সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের ১০ বা ১৫ শতাংশ এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ ২০ শতাংশ ভাতা দেওয়ার প্রস্তাব ছিল।

অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এই ভাতা বাস্তবায়নে এক অর্থবছরে বাড়তি খরচ হবে কমপক্ষে ৫ হাজার কোটি টাকা। ১০ শতাংশ ভাতা দিলে এ খরচ কিছুটা কম হবে, তবে ১৫ শতাংশ ভাতা দেওয়ার ক্ষেত্রে ব্যয় দাঁড়াবে প্রায় ৫ হাজার ৭৫০ কোটি টাকা।

সমালোচনা এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ

এই প্রস্তাবের খবরে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অনেকেই বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণে এই মুহূর্তে মহার্ঘ ভাতা দেওয়া বাস্তবসম্মত নয়।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার লক্ষ্যমাত্রার তুলনায় ৫৮ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় করেছে। এ পরিস্থিতিতে অতিরিক্ত ব্যয় সরকারের জন্য আরেকটি চাপ হিসেবে কাজ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, "মহার্ঘ ভাতা আপাতত আমলে নেওয়ার প্রয়োজন নেই, তবে প্রস্তাবনা আসলে তা পুনর্বিবেচনা করা হবে।"

সরকারি চাকরিজীবীদের মধ্যে এই ভাতা বাস্তবায়নের বিষয়ে কৌতূহল থাকলেও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনো অনিশ্চিত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন