সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

ছবি : সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ আরাফাত রহমান নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করে লেখেন, 'কোথাও দুর্নীতি হলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দেবেন। আমার অনুরোধ থাকবে, যারা দুর্নীতির অভিযোগ আনছেন, দয়া করে আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করুন। আমি বা আমার পরিবারের কোনো সদস্য, আত্মীয় স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি প্রমাণ সহ থাকলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন। অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।'
এর আগে আরাফাত রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, 'আসমানের নিচে, জমিনের উপরে, আমার ভাইব্রাদার কারো নামে যদি এক টাকাও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন, তাহলে আমাকে এই ব্যাপারে তথ্য প্রমাণ দিন। তথ্য-প্রমাণ পাওয়া মাত্রই আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করবো। এই পোস্টের কমেন্টে বা আমাকে ইনবক্সে তথ্য দিতে পারেন।'
তিনি আরও লেখেন, 'বিশেষত, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমাকে জানান।'