Logo
Logo
×

জাতীয়

জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম

জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ৩ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা) অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এ অর্থ ব্যবহৃত হবে "ইস্টার্ন রিজিয়নে পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্কের উন্নয়ন ও শক্তিশালীকরণ প্রকল্পে"।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-তে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন।

এই প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, ও নোয়াখালী অঞ্চলে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংক ২০১৮ সালের ১০ এপ্রিল এই প্রকল্পের জন্য মূল ঋণচুক্তি স্বাক্ষর করে, যা স্কেল আপ ফ্যাসিলিটি (এসইউএফ) তহবিল থেকে ৩,৬৪২ কোটি ৪৮ লাখ টাকা ঋণ সহায়তা প্রদান করে। তবে কোভিড-১৯ মহামারির সময় ৪৫০.৬৪ মিলিয়ন ডলার মূল অর্থায়ন থেকে ৫০ মিলিয়ন ডলার অন্য প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করার জন্য এখন অতিরিক্ত ৩ কোটি ডলার অর্থায়ন প্রয়োজন।

ঋণের শর্তাবলী

পরিশোধের সময়সীমা: ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ৩০ বছর।

সুদের হার: ১.২৫%।

সার্ভিস চার্জ: ০.৭৫%।

কমিটমেন্ট ফি: সর্বোচ্চ ০.৫০%। তবে এই অর্থবছরে এটি মওকুফ করা হয়েছে।

এই প্রকল্পের অর্থায়ন বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন