Logo
Logo
×

জাতীয়

মোবাইল ফোন-আইএসপি-ওষুধের ওপর বর্ধিত কর প্রত্যাহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম

মোবাইল ফোন-আইএসপি-ওষুধের ওপর বর্ধিত কর প্রত্যাহার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন, ইন্টারনেট সেবা (আইএসপি), এবং ওষুধের ওপর আরোপিত নতুন শুল্ক ও কর প্রত্যাহার করেছে।

বুধবার (২২ জানুয়ারি) এনবিআরের ভ্যাট বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। এতে শুল্ক-কর প্রত্যাহারের ফলে আগের দামে এসব সেবা ও পণ্য পাওয়া যাবে।

এনবিআর জানিয়েছে, দেশের ডিজিটালাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা, তরুণ প্রজন্মকে আধুনিক আইটি জ্ঞানসমৃদ্ধ করা এবং অনলাইন কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে মোবাইল সিম ও রিম কার্ডের ব্যবহারে আরোপিত বর্ধিত সম্পূরক শুল্ক এবং ইন্টারনেট সেবার (আইএসপি) ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত ৯ জানুয়ারি জারি করা অধ্যাদেশে মোবাইল সিম ও রিম কার্ড ব্যবহারের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়। পাশাপাশি ইন্টারনেট সেবার ওপর প্রথমবারের মতো ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল।

ওষুধের ক্ষেত্রে নতুন নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসাসেবা সহজলভ্য করতে ওষুধ শিল্পে ব্যবসায়িক পর্যায়ে বাড়ানো ভ্যাট প্রত্যাহার করে আগের হার ২.৪ শতাংশ কার্যকর রাখা হয়েছে। এনবিআর আশা করছে, এই সিদ্ধান্ত ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় রাখবে এবং সাধারণ ভোক্তাদের জন্য ওষুধের মূল্য বৃদ্ধি রোধ করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন