Logo
Logo
×

জাতীয়

জুলাই স্মৃতি ফাউন্ডেশনে বিলুপ্ত করা হয়েছে সাধারণ সম্পাদক পদ, নেই সারজিস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম

জুলাই স্মৃতি ফাউন্ডেশনে বিলুপ্ত করা হয়েছে সাধারণ সম্পাদক পদ, নেই সারজিস

ছবি: সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনার ফলে সাধারণ সম্পাদকের পদ বিলুপ্ত করা হয়েছে, ফলে সারজিস আলম এখন আর সাধারণ সম্পাদকের দায়িত্বে নেই। বুধবার (২২ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এই তথ্য জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য গঠনতন্ত্র, কাঠামো এবং কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে, এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অফিসপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও লেখেন, ‘গভর্নিং বডি’ ফাউন্ডেশনের নীতি নির্ধারণে কাজ করবে, যেখানে প্রধান উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা রয়েছেন (স্বাস্থ্য, সমাজকল্যাণ, স্থানীয় সরকার, আইসিটি)। ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ এখন নেই।

সারজিস আলম আরও বলেন, এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে ১ অক্টোবর, অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে, এবং তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২১ অক্টোবর। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন দায়িত্ব পালন করার পর তিনি দায়িত্ব থেকে সরে আসেন। ফাইনালি, তার সাইনিং অথরিটি ৭ জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি তার দায়িত্ব শেষ হয়।

৩১ ডিসেম্বর পর্যন্ত ফাউন্ডেশন ভ্যারিফায়েড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে এবং প্রায় ১১ হাজার ভ্যারিফায়েড আহতের মধ্যে ২ হাজার আহতকে আর্থিক সহযোগিতা করেছে। তিনি বলেন, যতদিন পর্যন্ত তিনি ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দিতে পেরেছেন ততদিন দায়িত্ব পালন করেছেন, এবং যখন মনে হয়েছে তিনি আর প্রয়োজনীয় সময় দিতে পারবেন না, তখন দায়িত্ব থেকে সরে এসেছেন।

নিজের সীমাবদ্ধতা এড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এতে সৎ সাহস লাগে। তিনি সবসময় চেয়েছেন তার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন