Logo
Logo
×

জাতীয়

৫ আগস্টের পর মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:১২ পিএম

৫ আগস্টের পর মুক্তি পাওয়া  শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে ডিএমপি

ছবি: সংগৃহীত

গত ৫ আগস্টের পর দীর্ঘদিন কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তি পাওয়ার পর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ পরিস্থিতিতে তাদের জামিন বাতিলের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, "শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে আমরা সতর্ক। তাদের ওপর নজরদারি রাখা হচ্ছে। দীর্ঘ সময় জেলে থাকার পরও তাদের মধ্যে কোনো সংশোধন নেই। কারাগার থেকে বের হয়ে তারা আবারও চাঁদাবাজি ও দলাদলিতে লিপ্ত হয়েছে। এটি খুবই দুঃখজনক।"

অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, "জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা নানা অপরাধে জড়াচ্ছেন। আমরা তাদের বিরুদ্ধে তথ্য পেয়েছি এবং জামিন বাতিলের জন্য আবেদন করবো।"

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্তত ছয়জন জামিনে মুক্তি পান। এদের বেশির ভাগই এক থেকে দেড় দশক ধরে কারাগারে ছিলেন।

গত ১৫ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শীর্ষ সন্ত্রাসী ইমন। পরদিন রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার-৪ থেকে মুক্তি পান ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। তাদের মধ্যে আধিপত্য বিস্তারে দ্বন্দ্বের তথ্য পেয়েছে পুলিশ।

এছাড়া, মিরপুরের ‘কিলার আব্বাস’, তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন এবং খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসুও কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জামিনে মুক্তি পাওয়ার পর তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

ডিএমপি জানিয়েছে, এসব সন্ত্রাসীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন