
প্রিন্ট: ২৯ জুন ২০২৫, ০১:৫৬ পিএম
একুশে টেলিভিশন নিয়ে আসছে ব্যতিক্রমী অনুষ্ঠান “ফ্যাক্ট চেক”

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬ পিএম

একুশে টেলিভিশন (ইটিভি) একটি ব্যতিক্রমী অনুষ্ঠান "ফ্যাক্ট চেক" নিয়ে আসছে। প্রথম পর্ব প্রচারিত হবে ২১ জানুয়ারি, মঙ্গলবার রাত ১০টায়।
এই অনুষ্ঠান তথ্য, অপ-তথ্য, ভুল তথ্য এবং গুজব নিয়ে কাজ করবে এবং প্রতি মঙ্গলবার রাত ১০টায় সরাসরি সম্প্রচারিত হবে। শুভ আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিনিয়র সাংবাদিক হারুন উর রশীদ।
ভুয়া খবর ও গুজবের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। এটি ব্যক্তি এবং জাতীয় জীবনে সংকট তৈরি করতে পারে। সমাজে তথ্যের ভুল ধারণা সৃষ্টির মাধ্যমে নাগরিকরা সংশয়ে পড়তে পারে।
বিশ্বব্যাপী ফেক নিউজের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক নিউজ দ্রুত ছড়িয়ে পড়ছে।
একুশে টেলিভিশনের "ফ্যাক্ট চেক" গুজব ও অপ-তথ্যের বিরুদ্ধে লড়াই করবে। বিশ্লেষকরা গুজব চেনার পদ্ধতি ও সচেতনতার বার্তা দিবেন।