Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনা নমরুদের মতো ক্ষমতায় থেকে আইন আদালতের উর্ধ্বে ছিলেন: রিজভী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১১:১৬ পিএম

শেখ হাসিনা নমরুদের মতো ক্ষমতায় থেকে আইন আদালতের উর্ধ্বে ছিলেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, শেখ হাসিনা ক্ষমতায় থেকে আইন আদালতের উর্ধ্বে ছিলেন। রোববার সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভিটায় তার ৮৯তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা নমরুদের মতো আল্লাহর চাইতে বেশি শক্তিশালী ছিলেন। তিনি দুর্নীতি ও টাকা পাচার করলেও তাকে স্পর্শ করা যেত না। তার কথায় পুলিশ ও বিজিবি গণতান্ত্রিক আন্দোলন থামাতে ঝাঁপিয়ে পড়তো। শেখ হাসিনা গণতন্ত্রের পথ বন্ধ করতে গুমের রাজনীতি শুরু করেছিলেন।

তিনি আরও বলেন, ক্রসফায়ারের নামে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড চালিয়ে ছাত্রনেতা, যুবনেতা থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত অনেকের মরদেহ বিভিন্ন নদীর ধারে পাওয়া গেছে। এই সাড়ে পনেরো বছরে চারদিকে শুধু লাশ আর লাশ মিলেছে। হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় লাখ লাখ কোটি টাকা পাচার করলেও তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি।

বিএনপির এই নেতা আরও বলেন, জিয়াউর রহমান তার কর্মকাণ্ড ও আদর্শের মাধ্যমে এমন দৃষ্টান্ত রেখে গেছেন যা হাজার বছর ধরে লালন করা যাবে। পরে রুহুল কবির রিজভী ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন