Logo
Logo
×

জাতীয়

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হয়ে কিংস পার্টি গঠন করছে: মেজর (অব.) হাফিজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৭ পিএম

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হয়ে কিংস পার্টি গঠন করছে: মেজর (অব.) হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন না করে ‘কিংস পার্টি’ গঠনের পথে এগোচ্ছে। ২১ বছরের ছেলে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ঘটনায়ও প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন মেজর হাফিজ।

মেজর হাফিজ বলেন, "অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। ঘোষণাপত্র দিয়ে দেশের কাজ হবে না। বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে দেশের কাজে লাগবে।" তিনি প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, "বিএনপির ওপর কোনও কলঙ্ক যাতে না আসে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। দলের ভেতরে কোনও নেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত।" পাশাপাশি তিনি আওয়ামী লীগের প্রভাব থেকে নেতাকর্মীদের দূরে থাকার আহ্বান জানান।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, "সীমান্তে চলমান সমস্যা সমাধানে দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। জীবন বিপন্ন হলেও আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখব।"

আলোচনা সভায় উপস্থিত নেতারা দলের শৃঙ্খলা বজায় রাখা ও স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন