
প্রিন্ট: ০৯ অক্টোবর ২০২৫, ১২:২১ এএম
নবীন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

নবীন উদ্যোক্তাদের অনুপ্রেরণাদায়ক গল্প ও পরামর্শ শোনার জন্য শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বিশেষ বৈঠকে অংশ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে ১৫ জন নারী ও পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেন, যারা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার গল্প শেয়ার করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ চান।
বৈঠকে উদ্যোক্তারা গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্ট থেকে পাওয়া বিনিয়োগের কথা উল্লেখ করেন, যা তাদের শূন্য থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করেছে। কেউ কেউ একাধিকবার এই উদ্যোগ থেকে বিনিয়োগ নিয়ে তাদের ব্যবসা সফলভাবে পরিচালনা করছেন। উদ্যোক্তারা তাদের জীবন বদলে দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্যোক্তারা জানান, দক্ষতার অভাবে অনেকে তাদের ব্যবসা বড় করতে পারছেন না। এজন্য তারা বিনিয়োগের পাশাপাশি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের দাবি জানান। তারা আরও বলেন, “যদি জেলাগুলিতে দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা পরিচালিত হয়, তবে আরো সফল উদ্যোক্তা তৈরি হবে।”
উদ্যোক্তাদের সংগ্রামের গল্প শুনে প্রফেসর ইউনূস উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আমার জন্য অনুপ্রেরণা। আমরা একটি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। নবীন উদ্যোক্তাদের জন্য নিরাপদ বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের ব্যবসার প্রসারে সহায়তা করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।”
উদ্যোক্তাদের প্রস্তাব অনুযায়ী, গ্রামীণ টেলিকম ট্রাস্ট এবং গ্রামীণ ট্রাস্টের কার্যক্রমের প্রচারণা আরও জোরদার করার আশ্বাস দেন তিনি। তিনি বলেন, “এই উদ্যোগগুলোর ব্যাপারে প্রচারণা বাড়ানো হলে অনেক দরিদ্র মানুষ এর সুফল পেতে পারেন।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমান এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আশরাফুল হাসান।
প্রফেসর ইউনূস নবীন উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানিয়ে বলেন, “আজকের আলোচনা আমাদের ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা দিয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের সফলতা নিশ্চিত করতে কাজ করে যাব।”